জামালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপিত

এম.এ রফিক : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জামালপুর পৌরসভা এবং ১৫টি ইউনিয়নের মধ্যে গত ০৮ ফেব্রুয়ারী ১ম ও ২য় পর্বের হা-ডু ডু খেলা ৪টি ভেন্যুতে সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৯ ফেব্রুয়ারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা, কুইজ এবং বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠান ভিত্তিক ব্যাডমিন্টন খেলা শেষ করে সেমিফাইনাল খেলা উপজেলা পরিষদ চত্ত্বরের অফিসার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত ইভেন্টের খেলা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে আসছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষক, ইউপি চেয়ারম্যান-সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলা প্রশাসনের মাধ্যমে পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা, কুইজ এবং বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।