জামালপুরে এবি পার্টির প্রার্থী ঘোষণা

মোহাম্মদ আলী : এড. মোহাম্মদ ছানোয়ার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক. ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গত শনিবার জামালপুর এবি পার্টির আয়োজনে ফৌজদারি মোড়স্থ এক জনসমাবেশে জেলা এবি পার্টির আহবায়ক, এড মোহাম্মদ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যের একপ্রান্তে তিনি এ ঘোষণা দেন। এছাড়া তিনি জামালপুর জেলা ও জেলাবাসীর নানা সমস্যা সঙ্কট, কৃষি, নদী ভাঙ্গন, নদী দখল ও পারিবারিক তান্ত্রিক অপরাজনীতির কথা তুলে ধরেন। সমাবেশে উপস্থিত জনসাধারণ উদ্দেশ্যে, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কল্যাণের রাজনীতির ধারক বাহক এবি পার্টিতে যোগদানের আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাহান মল্লিক, যুব নেতা হাজিউজ্জামান খোকন।বক্তব্য রাখেন, জামালপুর জেলা এবি পার্টির আহবায়ক, প্রভাষক. লিপ্সন মিয়া, এম, এ খালেক ও এড. বাবর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে জামালপুর এবি পার্টির দলীয় কার্যালয়ে দেশের সমসাময়িক ও এবি পার্টির রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি।