দেওয়ানগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত বিল্লাল হোসেন ১ দিন পর মারা গেছেন

খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত বিল্লাল হোসেন (বাহাদুর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরকালিকাপুর (বাগান বাড়ী) গ্রামের বাসিন্দা। পেশায় ডেকোরেটর ব্যবসায়ী। গত ১০ ফেব্রুয়ারী সোমবার সকালে অন্যান্য যাত্রীদের সাথে জামালপুর জেলা শহরে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি যোগে রওনা দেন। পথিমধ্যে দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের বানিয়ানীরচর গ্রামে খশরু মিয়ার বাসার সামনে দ্রুতগামী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ২ নারী সহ ৫ জন গুরুতর আহত হন। তাদের কে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর ও শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নেওয়া হলে গুরুতর আহত বিল্লাল হোসেন (বাহাদুর) আজ ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে হাসপাতালে মারা যান। তার সঙ্গীয় আহতরা হচ্ছেন, বাবু, বকফুল, জয়নব সুন্দরী, ও জল হক। তারা চিকিৎসাধীন রয়েছেন। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান নয়াদিগন্তকে জানান, ১০ ফেব্রুয়ারী ২০২৫ সোমবার সকালে দেওয়ানগঞ্জে ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে আহতদের মধ্যে বিল্লাল হোসেন (বাহাদুর) ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন বলে জানানো হয়েছে। দূর্ঘটনার ট্রাকটি জব্দ অবস্থায় থানায় রয়েছে। এ ব্যাপারে গতকাল ১০ ফেব্রুয়ারী সোমবার দৈনিক নয়াদিগন্ত পত্রিকার অনলাইনে সংবাদ ছাপা হয়েছে।