জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস

শামীম আলম : জামালপুরে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল সরিষা জাত বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১ এর প্রচার সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে সদর উপজেলা তুলশীচর টিকারাকান্দি গ্রামে শক্তিশালীকরণ প্রকল্প ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট জামালপুর উপকেন্দ্র এই মাঠ দিবসের আয়োজন করে। বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রাখী রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিনা মহাপরিচালক আবুল কালাম আজাদ, বিনা প্রকল্প পরিচালক ড. মো: মাহবুবুল আলম তরফদার, উপ প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এমদাদুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, উচ্চফলনশীল সরিষা র্চাষ করলে সরিষার উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, তেমনি কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। পরে অতিথিরা সরিষা মাঠ পরিদর্শণ করেন।