ভাষাশহীদদের প্রতি বিকল্পধারার শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের পক্ষে জাতীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য মোঃ মহসিন চৌধুরী ও দলীয় নেতারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিকল্পধারা বাংলাদেশের নেতৃত্বে বিকল্পধারার নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন-দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা, মো. আসাদুজ্জামান বাচ্চু, সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট পিএস টু জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোঃ মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।