জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র খাদ্য সামগ্রী বিতরণ

এম.এ রফিক ; আসন্ন রমজান উপলক্ষ্যে জামালপুর সদর উপজেলার দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে হতদরিদ্র ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অফ একাউন্স এন্ড এডমিন মোঃ কহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার মোঃ আবুল কায়েস, সহকারী ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমজানকে সামনে রেখে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে যে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেছেন তার জন্য আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ। প্রধান আলোচক দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দোস্ত এইড সাধারণ মানুষের পাশে সবসময় রয়েছে। মানব কল্যানে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। আমরা শুধু খাদ্য সামগ্রী বিতরণ নয়, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার অসহায় মানুষের জন্য ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য অনুদান দিয়ে আসছি। এর জন্য চাই সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া।