মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে অবস্থিত জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের র‌্যালি, শহীদ মিনারে পুষ্পঅর্পন ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।