জামালপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Oplus_131072

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২০ ফেব্র“য়ারি বিকেলে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে সেগুনতলা বালু মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামী সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা মাওলানা আব্দুস সাত্তার বলেন, শোনার ভিতরে কল্যাণ নাই। এখন মানার ভিতরে হলো কল্যাণ। আসুন আমরা আগে নিজেদের ভিতরে পরিবর্তন আনি। আমরা যদি আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারি, নিজেদের গড়ে তুলতে পারি, আল্লাহর সৈনিক হিসেবে, জিন্দেগীর মুমিন হিসেবে, তা হলে এই সমাজের পরিবর্তন আসবে। আর সমাজের পরিবর্তন আসলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পথ সুগম হয়ে যাবে। তিনি আরও বলেন, জমি আল্লাহর মানুষ আল্লাহর, এই আল্লাহর মানুষ গুলোকে পরিচালিত করতে হবে আল্লাহর দ্বীন অনুযায়ী। হুকুম দেওয়ার অধিকার, বিধান দেওয়ার অধিকার, একমাত্র আল্লাহর। তাদেরকে পরিচালিত করতে হবে আল্লাহর বিধান দিয়ে। মানব রচিত কোন বিধান দিয়ে পরিচালনা করার কোন বিধান নেই। আমরা যারা আছি সেই দ্বায়িত্ব পালন করতে নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের আরো অন্যতম পরিচয় হলো সর্বশেষ নবীর সাইয়াতুল মুসলিম মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)’এর উম্মত। একমাত্র কোরআনের মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখি, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের। কোরআনের বাংলাদেশ হিসেবে যদি আমরা এই বাংলাদেশ গড়ে তোলার জন্য ময়দানে আসতে পারি। তবেই আমরা সেই বাংলাদেশ পেতে পারি। জামায়াতে ইসলামী সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা শরিফ আহমদের সঞ্চালনায় কর্মী ও সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার শূরা সদস্য মাওলানা কুদরতে খোদা, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর হাফেজ শরিফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নোমান প্রমুখ।কর্মী ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামী সদর উপজেলা নরুন্দি ইউনিয়ন শাখার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।