চককালীপুর হাজেরা নুরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

oplus_0

সাদিক মাহমুদ অর্প : জামালপুর শহরস্থ চককালীপুর হাজেরা নুরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক নৃত্য প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৩ ফেব্র“য়ারি রোববার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক নৃত্য প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন -অর -রশীদ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, জমিদাতা ও বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব এস এম মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে শিক্ষক/শিক্ষিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য,অভিভাবক ও মহিলা অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার আলী। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাইফুল ইসলাম। ক্রীড়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ৷