জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

oplus_0

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। গতকাল রোববার ২৩ ফেব্র“য়ারি সন্ধ্যায় শহরের বকুলতলা থেকে এ মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর ও যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।এসময় বক্তারা বলেন, গত ৭ বছর আগে দেওয়া জামালপুর জেলা বিএনপি মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো কমিটি দেয়ার দাবি জানান তারা। মশাল মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, সহ-সম্পাদক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মোহাব্বত হোসেন, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, জেলা শ্রমিক দলের সদস্য খালিদ হোসেন, মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মেলান্দহ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশেক এলাহী জনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত ২০১৯ সালের মার্চ মাসে জেলা বিএনপির কমিটির অনুমোদন দেওয়া হয়।