নিজস্ব সংবাদদাতা : জামালপুরের প্রাণ কেন্দ্রে পাঁচ রাস্তায় অবস্থিত সুনামধন্য সেবাদান প্রতিষ্ঠান হযরত শাহজামাল র. জেনারেল হাসপাতাল লিমিটেডে প্রতি সোমবারে রোগী দেখেন ও অপারেশন করেন ময়মনসিংহ বিভাগের প্রখ্যাত সার্জারী বিশেষজ্ঞ, জামালপুর ও শেরপুর জেলার মানুষের অত্যান্ত আস্থাভাজন জেনারেল, ল্যাপারোস্কপিক, ইউরোলজিক্যাল ও কলোরেক্টাল সর্জারী বিশেষজ্ঞ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, বিভাগীয় প্রধান সার্জারী ও সাবেক অধ্যক্ষ এবং জামালপুর মেডিকেল কলেজ ও হাসাপাতালের সাবেক বিভাগীয় প্রধান সার্জারী প্রফেসর ডাঃ মোঃ মতিউর রহমান এমবিবিএস, এফসিপিএস সার্জারী। প্রতি সোমবার সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন ও অপারেশন করেন। হযরত শাহজামাল র. জেনারেল হাসপাতাল লিমিটেডে সার্বিক তথ্যের জন্যঃ ০১৭০৩-৪২৯৮৫১,০১৯৯২-০২৯০০১, হট লাইনঃ- ০২৯৯৭৭৭২৮২৭-২৩৭৮
হযরত শাহজামাল র. জেনারেল হাসপাতালে চেম্বার করেন প্রখ্যাত সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মতিউর রহমান
