দেওয়ানগঞ্জে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব সংবাদদাতা : ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেওয়ানগঞ্জ উপজেলা শাখা অফিসের বাস্তবায়নে ‘কম্যুউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)’ বাস্তবায়নে এক ‘স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গতকাল সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্যামিলি প্লানিং অফিসার উম্মুল মাড়িয়া ছড়া, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. বিপুল মিয়া, মেডিকেল অফিসার ডা. এস.এম. আরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা (রতন)। সভার সঞ্চালনায় ছিলেন সরকারি এ.কে. মেমোরিয়ার কলেজের ইংরেজি প্রভাষক আবু হানিফ। সভার সার্বিক পরিচালনা করেছেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত প্রজেক্ট অফিসার সাহানা পারভিন, প্রকল্প সমন্বয়ক মো. আব্দুল বারী সরকার। মতবিনিময় সভায় অংশগ্রহন করেন চিকাজানি ও চুকাইবাড়ী ইউনিয়ন কম্যুউনিটি ক্লিনিকের সদস্যবৃন্দরা। সভার আলোচনায় কম্যুউনিটি ক্লিনিকগুলোতে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, পরামর্শ বক্স স্থাপন করা, পুষ্টি বাগান করা, ব্রেষ্ট ফিডিয় কর্ণার স্থাপন, তহবিল গঠন ব্যাংক হিসাব, কাউন্সিলিং সেবা, প্রয়োজনীয় ওষধ সরবরাহ এবং বিতরন সহ একাধিক সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করা হয়।