জামালপুরে পথচারীদের রাস্তা বন্ধ করার প্রতিবাদে গ্রাম বাসীর মানববন্ধন

জুয়েল রানা : যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং অবরুদ্ধ এলাকাবাসীকে যাতায়াতের সুযোগ করে দেওয়ার দাবিতে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ভুক্তভোগী মধ্যনাকাটি গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার সকালে ফেব্রুয়ারী সোমবার দুপুরে স্থানীয় নাকাটি-কেন্দুয়া ঘুন্টিঘর সড়কে এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মধ্য নাকাটি গ্রামের ভুক্তভোগী বাসিন্দা আলিম হোসেন ময়না, আবুল হোসেন, রেখা বেগম লুৎফর রহমান, রাজমিস্ত্রি মো. রুবেল, শিক্ষার্থী জোবায়ের হোসেন প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী হারুন অর রশিদ লিচুসহ স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি কেন্দুয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন পুরাতন একটি রাস্তা দখল করে নিজেদের জমি দাবি করে আসছেন। একই সাথে তারা ওই রাস্তার জমিতে চাষাবাদ এবং মধ্যনাকাটি গ্রামের লোকজনদের যাতায়াতে বাধা দিয়ে আসছেন। প্রভাবশালী ওই ব্যক্তিদের হুমকি ও ভয়ভীতির কারণে স্থানীয়দের যাতায়াত বন্ধ হয়ে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ মধ্যনাকাটি গ্রামের শতাধিক পরিবারের বিপুল সংখ্যক মানুষসহ সর্বস্তরের মানুষ অবরুদ্ধ হয়ে জীবনযাপন করতে হচ্ছে। পশ্চিম এলাকার কোন মানুষজনও এই রাস্তা দিয়ে পূর্বপাড়ায় যেতে পারেন না। মসজিদে নামাজ পড়তে যাওয়া-আসা, বিয়ে শাদি সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনেও চরম দুর্ভোগে পড়তে হয়। ওই রাস্তায় যাতায়াত করতে গেলে মারধর, নির্যাতনও করা হয়। বক্তারা আরও বলেন, গ্রামবাসীকে শুধু বাধা দিয়েই নয়, আদালতে মামলা করেও গ্রামের নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে। গত ১৭ বছর এ নিয়ে কেউ কোন কথা বলতেও সাহস পাননি। কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীদের সাথে নিয়ে ওই রাস্তায় খুঁটি গেড়ে গ্রামবাসীদের যাতায়াতের সুযোগ করে দিয়েছিলেন। এতে আরও ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ প্রভাবশালী হারুন অর রশিদ লিচু ও তার লোকজনেরা সেই খুঁটি তুলে ফেলে গ্রামবাসীদের যাতায়াত বন্ধ করে দেয়। রাস্তাটি মুক্ত করে স্থানীয়দের যাতায়াতের সুযোগ করে দেওয়ার জন্য জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি চেয়েছেন বক্তারা। এদিকে মানববন্ধন শেষে ভুক্তভোগী গ্রামবাসী ওই রাস্তাটি সাংবাদিকদের দেখানোর জন্য নিয়ে গেলে প্রতিপক্ষ প্রভাবশালী হারুন অর রশিদ লিচুর সমর্থকেরা সেখানে উপস্থিত হয়ে গ্রামবাসীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। এ নিয়ে তাদের সাথে গ্রামবাসীর তুমুল হট্টগোলও হয়। এ বিষয়ে হারুন অর রশিদ লিচুর ফোনে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।