ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার সকালে সালচুড়া রিসোর্স সেন্টারে উপজেলার সর্ববৃহৎ সমবায় সমিতি আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কোরান তেলাওয়াত দিয়ে এক আলোচনা সভা শুরু হয়। সংগঠনের চেয়ারম্যান আবু ছালেহ আহাম্মদের সভাপতিত্বে এক্সিকিউটিভ ম্যানাজার শাহাজাহান সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। প্রধান আলোচক সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্ঠা আমিনুল ইসলাম বাদশা সমিতির দুর্দিনের ও সফলতার ইতিহাস তুলে ধরে আলোচনা করেন। বিশেষ অতিথি জেলা সমবায় অফিসার শাহাদাত হোসেন, থানার ওসি আল আমিন, উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামান, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খাঁন, মাছুদ হাসান, শিক্ষক মুজ্ঞুরুল হক আনিছ আহাম্মেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া বক্তব্য রাখেন। প্রধান অতিথি ইউএনও আশরাফুল আলম রাসেল সমিতির সফলতা কামনা করে নিয়মিত বার্ষিক সাধারণ সভা করার ফলে সদস্যদের মাঝে আয় ব্যয় হিসাবের সচ্ছতা ফিরে এসে এক বটবৃক্ষ পরিণত হয়েছে। গাছের ছায়ায় সংগঠনের সুনাম ও ব্যাপক অর্থের সংগঠন হিসাবে দাঁড়িয়েছে। এখন গাছের ফসল সমিতির সদস্যরা ভোগ করছে বলে জানান। পরে সদস্যদের মাঝে এক র‌্যাফেল লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে। অতিথিরা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। সাধারণ সভায় সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব প্রাপ্তরা ও তিন সহশ্রাধিক সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে অতিথিদের ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছ দিয়ে বরণ কর নেয় সমিতির কর্মকর্তরা।