চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ বাংলাদেশের। যেখানে বাজে পারফরম্যান্সের জন্য সমালোচিত হচ্ছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তবে তাদের পাশে দাঁড়ালেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মনে করেন, দলের সবাইকেই সমানভাবে পারফর্ম করতে হবে, সবারই সমান দায় নিতে হবে।
পাকিস্তান ম্যাচের আগের দিন আজ বুধবার সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সেখানে তিনি বলেন, ‘সিনিয়রদের বাড়তি দায়িত্বের কথা আসছে। আমার মনে হয় যে, ১৫ জন স্কোয়াডে আছে, বা যে ১১ জন খেলে একাদশে তাদের সবারই সমান দায়িত্ব। সিনিয়রদের তো বাড়তি টাকা দেওয়া হয় না। তো এখানে সবারই সমান পারফর্ম করতে হবে। এটা জাতীয় দল, এখানে সবারই সমান দায়িত্ব।’
‘এখানে প্রত্যেকেরই সমান দায়িত্ব আছে, কারও জন্য অতিরিক্ত নেই। আমার মনে হয় তাদের সবাইকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। একটা টুর্নামেন্টে কেউ ভালো না খেলতেই পারে।’- যোগ করেন তিনি।
কারো ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে না ভাবলেও দলের পারফরম্যান্স নিয়ে ভাবছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘এখানে এক-দুই জনের দোষ না দিয়ে পুরো দল হিসেবেই আমরা খারাপ খেলেছি বলেই ম্যাচ হেরেছি। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে কোনো লাভ নেই। তাওহিদ ১০০ মেরেছে, কিন্তু দিন শেষেতো আমরা ম্যাচ হেরেছি।’