দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ai

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অষ্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল কমপ্লেক্স মিলনায়তনে ২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান। বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আলমগীর আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা রানী, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অতিরিক্ত কর্মকর্তা ডাঃ উম্মুল মারিয়া ছড়া, উন্নয়ন সংঘ (জেসমিন প্রকল্প) সাব-ডিষ্ট্রিক কো অডিনেটর মোঃ শরিফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও সাংবাদিক মদন মোহন ঘোষ, বেইস ম্যানেজার তাহেরুল ইসলাম, হাসপাতালের অফিস সহকারী মোঃ আল আমিন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফরিদ খান সহ অন্যান্য।