স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বলেছেন, প্রশাসন কোনো দলীয় পরিচয়ে নয়, বরং অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নেবে। তিনি নিশ্চিত করেছেন যে, প্রশাসন দলীয় পক্ষপাতিত্ব ছাড়াই দেশের কল্যাণে কার্যক্রম পরিচালনা করছে। কোনো দলের নেতাকর্মীরা অপরাধে জড়ালে প্রমাণসাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, কক্সবাজারে পর্যটন এলাকা এবং স্থানীয় এলাকায় দখল-বেদখল, মারামারি ও ছিনতাই বাড়ছে, এমন প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেছেন যে, এসব সমস্যা বেড়েছে এবং অপহরণ ও মাদকের বিস্তারও বেড়েছে। তিনি সাংবাদিকদের কাছে এও বলেছেন, প্রশাসনের মধ্যে একটি সমস্যা রয়েছে যেখানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রতি আগ্রহ দেখানোর প্রচেষ্টা থাকে, কিন্তু মন্ত্রণালয়ের কোনো নির্দিষ্ট নির্দেশনা এ ব্যাপারে থাকে না।
রোহিঙ্গা ইস্যু সম্পর্কেও তিনি কথা বলেছেন, এবং জানিয়েছেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও তারা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন সম্ভব না হলেও, সীমান্ত নিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধে তাদের প্রত্যাবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, মিয়ানমারের আরাকান আর্মি রাখাইন রাজ্য দখল করার পর থেকে বাংলাদেশের সীমান্ত বাণিজ্য এবং নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, আর এর জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এভাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের নিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম, এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য প্রশাসনিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন।