যানজট নিরসনে ইসলামপুর শহরে পুলিশের বিশেষ মহড়া

ইসলামপুর সংবাদদাতা : পবিত্র রমাদানকে সামনে রেখে যানজট নিরসন সহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামালপুরের ইসলামপুর পৌর শহরের বিশেষ মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ। গতকাল রোববার ২ মার্চ বিকেলে থানা ও ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের পুলিশের সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়। মহড়ার নেতৃত্ব দেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ। তিনি বলেন, বাজার মনিটরিং কার্যক্রম ও যানজট নিরসন রাস্তা দখল করে বসানো দোকান-পাটগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো ব্যবসায়ী যদি পণ্য মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করেন বা বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে পুলিশ। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।