বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় সাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার ৩ মার্চ সকালে পৌর শহরের চাউকাউরিয়া পশ্চিম পাড়া বাবুল চিশতি শিল্প পার্কে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালে বাবুল চিশতি শিল্প পার্কের প্রতিষ্ঠাতা মাহবুবুল হক বাবুল চিশতি দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর থেকে রাতের আঁধারে বাবুল চিশতি শিল্প পার্কের ভেতরে একের পর এক যন্ত্রাংশ ও মালামাল চুরি হয়ে যায়। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় লুটের মহোৎসব চলে বাবুল চিশতির শিল্প পার্কে। এসময় শিল্প পার্কের ভেতরে বকশীগঞ্জ জুট মিলের মহামূল্যবান কোটি কোটি টাকার মেশিন, যন্ত্রনাংশ রাতের বিক্রি করে দেওয়া হয়। সোমবার সকালে ওই শিল্প পার্কের কিছু মালামাল চুরি করে স্থানীয় একটি পুকুরে ফেলে দেওয়ার সময় স্থানীয় এলাকাবাসী সাজু মিয়া নামে এক ব্যক্তিকে আটক পুলিশে সোপর্দ করে।
পরে দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ পুকুর থেকে চোরাই মালামাল উদ্ধার করে এবং আটককৃত সাজু মিয়াকে আটক করা হয়।জনতার হাতে আটকের সময় সাজু মিয়া জানান, তিনি মিলের পাশের বাসিন্দা লাল ফকির নামে ব্যক্তির কাছ থেকে মালামাল গুলো ক্রয় করেছেন। পরে লাল ফকিরের পরামর্শে তারই পুকুরে মালামাল গুলো ডুবিয়ে রাখা হয়। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, বাবুল চিশতি শিল্প পার্কে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কের চুরির মালামাল মিলল পুকুরে,আটক-১
