একটি ব্রিজের অভাবে দুর্ভোগের শিকার আট গ্রামের মানুষ

বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশল নগর উত্তর পাড়া গ্রামে খালের উপর একটি ব্রিজ না থাকায় শত বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে ৮ গ্রামের হাজার হাজার মানুষ। কুশলনগর গ্রামের উপর দিয়ে প্রবাহিত ওই খালের উপর দিয়ে ৮ গ্রামের প্রায় ৫ হাজার মানুষকে প্রতিনিয়তই যাতায়াত করতে হয়। বকশীগঞ্জ উপজেলার পথচারী ছাড়াও প্রতিবেশী ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নবাসীও যাতায়াত করে থাকেন এ-পথে। এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। এই এলাকার আমিনুল ইসলাম বলেন, এখানে একটি ব্রিজ না থাকায় আমাদের ছেলেমেয়েরা খাল পার হয়ে কষ্ট করে লেখা পড়া করতে যায়। ওই খালের উপর একটি ব্রিজ না থাকার কারণে আমরা হাজার হাজার মানুষ চরম দূর্ভোগের শিকার। ওই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হলে এলাকার পিছিয়ে পড়া জনসাধারণের জীবনমানের উন্নয়ন ঘটবে, ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি আসবে; কৃষকের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করন সহজ হবে। প্রতিদিন ওই খাল পার হয়ে কুশল নগর উত্তর পাড়া, বরই তারি, জানকিপুর চক পাড়া, সাজিমারা নয়াবাড়ী, ভোলাকিপাড়া, নাপিতেরচর সহ ৮ গ্রামের জনসাধারণ এ পথে যাতায়াত করে থাকে।’ এখানকার মানুষের জীবন-জীবিকা কৃষিনির্ভর। তাদের উৎপাদিত কৃষি পণ্যগুলো পরিবহন করে খাল পারাপার করতে গিয়ে কৃষকদের নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়। তাই ওখানে একটি ব্রিজ হলে উন্নত হবে যাতায়াত ব্যবস্থা। ঘুচবে দুঃখ দুর্দশা এমনটাই জনপ্রত্যাশা। এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী সামচুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন. এখানে ব্রিজ নির্মাণের জন্য ইতিপূর্বে কেই আবেদন নিবেদন করেননি। তাই সেখানে ব্রিজ নির্মাণের কোন প্রস্তাব কিংবা প্রস্তুতি গ্রহণ করা হয়নি।