ইসলামপুরে বসতবাড়ী সীমানা দ্বন্দ্ব অবরুদ্ধ পরিবারের প্রশাসনের সহযোগীতা কামনা

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে বসতবাড়ী সীমানা দ্বন্দ্বে যাতায়াতের রাস্তা বন্ধ করায় তিন পরিবার অবরুদ্ধ হয়ে রয়েছে। অবরুদ্ধ ওই পরিবার বসত বাড়ি থেকে বের হতে না পেরে মানবেতর জীবনযাবন করছে। ভূক্তভোগী ওই পরিবার পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। জানাগেছে, পৌর শহরের সর্দারপাড়া গ্রামে ফজল শেখের পুত্র ডালিম শেখদের সাথে নূরু সরকারের পুত্র জহুরুল সরকারের সাথে বসত বাড়ী সীমানা জটিলতায় নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। গত ২৬ ফেব্র“য়ারী কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের ৮জন অহত হন। এ ঘটনায় উভয় পক্ষের থানা ও আদালতে অভিযোগ দায়ের করেছেন। এদিকে ডালিম গংরা রাস্তা সংলগ্ন বসত বাড়ী হওয়ায় জহুরুল সরকারের যাতাযাতের রাস্তা বন্ধ করে দেয়। এতে তিনটি পরিবার ৮ দিন থেকে অবরুদ্ধ হয়ে দিনাতিপাত করছে। জহুরুল সরকার জানান,আমার বসতবাড়ী থেকে যাতাযাতের সুবিধার্থে পৌর কর্তৃপক্ষ রাস্তা তৈরি করে দেন। সেই রাস্তাটি নিজের জমি দাবী করে ডালিম গংরা যাতায়াতের প্রতিবন্ধিকতা সৃষ্টি করে বন্ধ করে দেন। রিক্সা চালিয়ে দিনাতিপাত করা জহুরুল সরকার আরো বলেন,বর্তমানে আমরা বাড়ী থেকে বের হতে না পেরে কর্মহীন হয়ে পড়েছি। বসত বাড়ী থেকে বের হতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি। এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।