শান্ত-লিটনদের ব্যর্থতার দিনে জিতল আবাহনী-মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। যেখানে আজ (বৃহস্পতিবার) ঢাকার তিন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রূপগঞ্জ টাইগার্স। সেখানে তামিম ইকবালের দল সহজেই রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে।

আগে ব্যাট করতে নেমে রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২২ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় অধিনায়ক তামিম মাত্র ১৪ রানে আউট হলেও, দুই মিডল অর্ডারের ফিফটিতে ৩৭.৫ ওভারে লক্ষ্য পেরোয় মোহামেডান। তাদের পক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন ৮১ এবং তাওহীদ হৃদয় ৭৪ রান করেন। জয় নিশ্চিত করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দুজনই।

অপর ম্যাচে বিকেএসপিতে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে নেমেছিল আবাহনী। হান্নান সরকারের দলটি বেশ বড় ব্যবধানেই হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের দল গুলশানকে। গুলশানের হয়ে খেলা লিটন দাস ব্যাট হাতে বলার মতো কিছু করতে পারেননি। আউট হয়েছে মোটে ১৪ রানে। একই ম্যাচে প্রতিপক্ষ আবাহনীর হয়ে যথারীতি ব্যর্থ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ধীরগতির ইনিংস থেমেছে স্রেফ ৯ রানে।

ম্যাচটিতে পারভেজ হোসেন ইমন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন। আবাহনীর এই ওপেনারের ১২৬ ও মোহাম্মদ মিঠুনের ৭৩ রানে রান ভর করে ৬ উইকেটে ৩২৩ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ১৬১ রানের বেশি করতে পারেনি গুলশান। তাদের পক্ষে খালিদ সর্বোচ্চ ৪৯ রান করেন। বিপরীতে আবাহনীর রাকিবুল হাসান সর্বোচ্চ ৪ এবং মৃত্যুঞ্জয় ৩ উইকেট শিকার করেন।

বিকেএসপিতে অনুষ্ঠিত আরেক ম্যাচে প্রাইম ব্যাংককে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। আলাউদ্দিন বাবুর ৩২ বলে ৭৮ রানের অতিমানবীয় পারফরম্যান্সে ৩ উইকেটে জয় পায় পারটেক্স। ৩০০ রানের লক্ষ্য তাড়ায় দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় সাব্বির রহমানের দলটি। ম্যাচটিতে প্রথম ইনিংসে প্রাইম ব্যাংকের ২৯৯ রানের পথে শামীম পাটোয়ারী ৬৯ এবং শাহাদাত হোসেন দীপু ৬৪ রান করেন।