সরিষাবাড়ীর ডুয়াইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীর ডুয়াইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরিষাবাড়ী আসনে সম্ভাব্য এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারী এড. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী মাওলানা নুরুল হক জামালী, উপজেলা সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন, আওনা ইউনিয়ন সেক্রেটারী আহনাফ বাপ্পি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন আওনা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: আসাদুজ্জামান।