২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফরম্যাটটি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এরপর থেকে তার বাকি দুই ফরম্যাটের ভবিষ্যৎ নিয়েও কিছুদিন পরপরই কথা উঠছে। এই যেমন অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ বোর্ডার গাভাস্কার সিরিজ শেষে টেস্ট থেকে অবসর নেওয়ার আলোচনা উঠলে সাফ ‘না’ বলে দেন রোহিত। এদিকে, আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এদিনই ভারত অধিনায়ক ওয়ানডেকে বিদায় বলবেন বলে নতুন গুঞ্জন উঠেছে।
দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার বিকেল ৩টায় শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচ। এই ম্যাচটিই রোহিতের শেষ ওয়ানডে হতে পারে বলে প্রথম প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। যা নিয়ে ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসা শুভমান গিলের কাছেও জানতে চাওয়া হয়। জবাবে তিনি রোহিত এবং পুরো দলের মনোযোগ কেবল ফাইনাল ম্যাচের দিকেই রাখার কথা জানিয়েছেন।
ভারতীয় ওপেনার শুভমান গিল বলছেন, ‘এ নিয়ে (রোহিতের অবসর) আমার সঙ্গে কিংবা ড্রেসিংরুমেও কোনো আলোচনা হয়নি। এমনকি রোহিত ভাইও অন্য সবার মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়েই ভাবছেন। সুতরাং এমন কোনো বিষয়ই নেই। আমাদের সব আলোচনাই হচ্ছে ফাইনাল এবং শিরোপা কীভাবে জেতা যায় সেই প্রসঙ্গে।’
অবসর নিয়ে রোহিত কখনোই দলের ভেতর আলোচনা করেননি বলেও জানান শুভমান, ‘বিষয়টি নিয়ে দলের ভেতর কখনও কথা বলেননি তিনি। এমনকি অন্য কোনো সতীর্থের কাছেও এরকম কিছু শুনিনি। আমার মনে হয় তার সেরকম কোনো পরিকল্পনা থাকলে কালকের ম্যাচ শেষে দেখা যাবে। রোহিত বিশ্বের অন্যতম সেরা ওপেনার এবং বিরাটকে (কোহলি) নিয়েও নতুন করে কিছু বলার নেই। আমাদের দলের ব্যাটিংয়ে অনেক গভীরতা আছে এবং এটি টপ অর্ডারদের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেয়।’
ফাইনালে দলের প্রত্যাশা নিয়ে এই তারকা ব্যাটার বলেন, ‘আমরা সবাই ফাইনাল নিয়ে রোমাঞ্চিত। গতবার আমরা ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি, তবে এবার আমরা জয়ের ব্যাপারে দৃঢ়চিত্ত। বড় ম্যাচে অবশ্যই চাপ থাকবে, যারা এটি মোকাবিলা করতে পারবে তারাই জিতবে ফাইনালে। আমরা এই ম্যাচকেও অন্য সাধারণ ম্যাচের মতোই দেখছি। প্রতিটি বড় দলই এভাবে দেখে বিষয়গুলো। আমরা এখানে চারটি ম্যাচ ভালোভাবেই শেষ করেছি, তাই আমাদের ওপর বাড়তি কোনো চাপ নেই।’
এর আগে সম্প্রতি বিসিসিআই সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, ‘রোহিত ভারতের হয়ে আরও কয়েক বছর খেলতে চান। তাকে বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিস্তারিত পরিকল্পনা জানাতে। অবসর নিয়ে অবশ্যই তার সিদ্ধান্ত হবে। তবে অধিনায়কত্ব নয়। বোর্ড রোহিতের (অবসর নিয়ে) সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। তিনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নেন, তাহলে কর্মকর্তারা দেখবেন, কী করা দরকার। অস্বীকার করার কিছু নেই যে রোহিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দল ভালো করেছে।’