মোঃ জুলফিকার আলম : বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল রোববার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পিংনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ মোঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর আইনজীবী সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি, জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, জামায়াতের জেলা সেক্রেটারি এড.আব্দুল আওয়াল। বিশেষ অতিথি উপজেলা সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি আকন্দ মো:সিকান্দর আলী,সাবেক উপজেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কিবরিয়া, পৌরসভা আমীর ডাক্তার গোলাম রব্বানী, ওলামা মাশায়েখ নেতা মাওলানা মো: শহীদুল্লাহ প্রমুখ। প্রধান অতিথি এড.আব্দুল আওয়াল বলেন রমজানে তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষার আলোকে সামাজিক রাষ্ট্রীয় বৈষম্য দূরীভূত করতে হলে দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে।
সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
