খাদেমুল ইসলাম : দেশব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে জামালপুরের দেওয়ানগঞ্জে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আছিয়া ধর্ষনের বিচার দাবীতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ১০ মার্চ সোমবার বাদ যোহর দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদরাসা মাঠ থেকে মিছিলটি বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে প্রধান সড়কে এক পথ সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মুফতি মোঃ সালেহ আহমদ ও বিশেষ অতিথি হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ খান রাসেল উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ইসলামি ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ইলিয়াস উদ্দিন, গোলাম মোর্শেদ, আশিকুর রহমান, দেলোয়ার হোসেন, এনামুল হক, মাওলানা ইউসুফ হাসান সহ অন্যান্যরা। বক্তাগণ অনতিবিলম্বে মাগুরায় ধর্ষিত শিশু আছিয়ার ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, নচেৎ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, প্রয়োজনে এদেশের তৌহিদী জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে ধর্ষকদের বিচার করতে বাধ্য হবে।
দেওয়ানগঞ্জে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আছিয়া ধর্ষনের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল
