নিজস্ব সংবাদদাতা : গত শনিবার ৮ মার্চ ৭ই রমজানে সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু’র উদ্যোগে সরিষাবাড়ীর ঘোড়ার মোড় বাজারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ও পোগলদিঘা ইউনিয়নের বিএনপি নেতা-কর্মি ও সমর্থকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপি নেতা লিয়াকত ্আলী, ডোয়াইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম ও ডোয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ জ্যোস্না। এছাড়া ইফতার মাহফিলে ডোয়াইল ও পোগলদিঘা ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক বিএনপি নেতা-কর্মি, সমর্থকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। ইফতার পূর্ব মোনাজাতে প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বিদেহী আত্মার মাগফেরাত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা শামীম তালুকদারের বিজয় কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: তৌহিদুল হক।
সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু’র উদ্যোগে সরিষাবাড়ীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত
