সরিষাবাড়ী সংবাদদাতা : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে জামালপুরের সরিষার উপজেলা গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবভিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অবহিতকরুন সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরুন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী। এতে বক্তব্য দেন মেডিকেল কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আসাদুজ্জামান খান, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, ইমাম আবু বক্কর সিদ্দিক, পরিসংখ্যানবিদ হাবিবুর রহমান প্রমুখ। আগামী ১৫ মার্চ উপজেলার ১৯৩ টি কেন্দ্রে সহায় থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল বর্ণের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, আগামী ১৫ মার্চ একযোগে ১৯৩ টি কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সরিষাবাড়ীতে অবহিতকরুন সভা
