খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে বিক্রেতার অভাবে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান প্রায় শূন্য। দেওয়ানগঞ্জ সরকারি গোডাউনে কোনো মিলার বা কৃষকরা ধান-চাল বিক্রি করতে না আসায় সরকারের ধান-চাল সংগ্রহ অভিযানে এ সমস্যা দেখা দিয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা শাহানা বেগম সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা নয়াদিগন্তকে জানান, গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সরকারের ধান চাল সংগ্রহ অভিযানে ৩২ টাকা কেজি দরে ৭৪০ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষমাত্রা এবং ৪৭ টাকা কেজি দরে ৯৮৩ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও উপজেলার ১২ জন মিলার ও কৃষকদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। তারা আরো জানান, ২০২৪ সালের নভেম্বর থেকে ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত মাত্র ৬০৯ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে। যা অত্যন্ত হতাশা ব্যাঞ্জক। সরকারিভাবে সরকারি খাদ্য গোডাউনে আশানুরুপ ধান চাল সংগ্রহ সম্ভব না হওয়ায় আগামীতে ধান চালের সংকট হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার ধান-চালের যে মূল্য নির্ধারণ করেছেন তার চাইতে খোলা বাজারে ধান-চালের দাম বেশি হওয়ায় সরকারি গোডাউনে সরকারি রেটে কেউ ধান-চাল বিক্রি করতে তেমন আগ্রহী নন। তালিকাভুক্ত মিলাররা নয়াদিগন্তকে জানান, সরকারি মূল্য নির্ধারণ মোতাবেক ধান-চাল গোডাউনে বিক্রি করলে আমাদের ব্যাপক আর্থিক ক্ষতি হবে।
দেওয়ানগঞ্জে বিক্রেতার অভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শূন্য
