দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পাটি

ai

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ সিনিয়র এ,রব মাদরাসা মাঠে ১১ মার্চ মঙ্গলবার মাহে রমযানের তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাহাদুরাবাদ ইউনিয়নের জামায়াতে ইসলামির আমীর হাফেজ মোঃ রাশেদুজ্জামান নুরের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতে সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামির মজলিসে সুরা সদস্য ও জামালপুর জেলা শাখার সাবেক আমীর এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আওয়াল, দেওয়ানগঞ্জ জামায়াতের আমীর ও দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান তালুকদার, জামায়াতে জামালপুর শহর শাখার আমীর ও সাবেক সভাপতি ইসলামি ছাত্র শিবির জেলা শাখা খন্দকার মোকাদ্দাস আলী, বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক মোঃ আশরাফুল ইসলাম বুলবুল, ইসলামি ব্যাংক মেলান্দহ শাখা ম্যানেজার আশেক মাহমুদ শান্ত, অধ্যাপক্ষ জাকিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য। আলোচনা সভা ও ইফতার পার্টিতে জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ ছাড়াও ইসলামি ছাত্র শিবির, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিবর্গ।