রশীদুল আলম শিকদার : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সানন্দবাড়ী আড়ৎদার সমবায় সমিতির উদ্যোগে ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ১০ মার্চ সন্ধায় উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে প্রায় ৩ হাজার রোজাদার ব্যক্তিদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত ইফতার মাহফিলে আলহাজ্ব সৈয়দ জামানের সঞ্চালনায় ও সানন্দবাড়ী বাজার আড়ৎদার সমিতির সভাপতি শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাশেম মাস্টার, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান মাস্টার,ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব শাহ্ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান, চিথুলিয়া দিগর আলীম মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ প্রমূখ। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পারিক সোহার্দ্য ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার প্রতিশ্র“তি ব্যক্ত করেন । ইফতার পূর্ব আয়োজিত সভাটি সকলের মধ্যে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেয়। যা উপস্থিত সদস্যদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। আড়ৎদার সমিতির নেতৃবৃন্দ মনে করেন, এই ধরনের উদ্যোগ সমাজে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক হবে এবং আগামী দিনে আরও বৃহত্তর কল্যাণমূলক কার্যক্রমের ভিত্তি স্থাপন করবে। তারা ভবিষ্যতে এমন আরো আয়োজনের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সানন্দবাড়ী বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আবুল কালাম আজাদ।
সানন্দবাড়ী বাজার আড়ৎদার সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
