হযরত শাহজামাল (র.) জেনারেল ও বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের উদ্যোগে চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (200, 0); aec_lux: 309.58194; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 40;

নিজস্ব সংবাদদাতা : জামালপুর শহরে অবস্থিত সেবাদান প্রতিষ্ঠান হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেড ও বিজয় চত্বরে অবস্থিত বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের উদ্যোগে চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিল সোমবার হজরত শাহজালাল (র.) জেনারেল হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতির সাধারণ সম্পাদক, জামালপুর-দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি, বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠা ও হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপিকা ডাঃ কামরুন্নাহার, অধ্যাপক ডাঃ মতিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আবুল হোসাইন, অধ্যাপক ডাঃ মির্জা নজরুল ইসলাম, ডিজি হেল্থের সাবেক পরিচালক ডাঃ শামসুজ্জামান সেলিম, ডাঃ নাহিদা আক্তার পিংকি, সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মোঃ আতিক, জেল সুপার আবুল কালাম আজাদ, জামায়াতের জেলা আমীর মাওলানা মোঃ আব্দুস সাত্তার, ড্যাবের জেলা সভাপতি ডাঃ আহমদ আকন্দ, সাধারণ সম্পাদক ডাঃ তরিকুল ইসলাম রুনি, এন ডি এফ জেলা সভাপতি ডাঃ ফজলুল কারীম, সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবিব আদনান, সদর ইউ এইচ এফ পি ও ডাঃ সাগত সাহা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাবেক আমীর বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ আব্দুল ওয়াহাব মাস্টার।