আছিয়ার মৃত্যুতে জনস্বার্থে বাংলাদেশের শোক প্রকাশ

জনস্বার্থে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বাবুল হোসেন জমাদার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, আছিয়ার মৃত্যুতে আমাদের দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাইচ্ছি ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি। এমন একটা পৈশাচিক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তিনি আরো বলেন, দেশে হঠাৎ করে যেভাবে নারী নির্যাতন বেড়েছে। তাতে মনে হচ্ছে বিশেষ কোন উদ্দেশ্য হাসিল করতে একটি মহল এসব ধর্ষক ও নারী নির্যাতনকারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি এসব নারী নির্যাতনকারীদের কঠোর হস্তে দমন করুন। এছাড়া সার্বিক ভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে সরকার যেন দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে জনগনের নিরাপত্তা নিশ্চিত করে। আছিয়ার অসহায় পরিবারের দায়ীত্ব নেওয়ার জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি এবং আছিয়ার ধর্ষকদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।