নোয়াখালীতে অভিযান চালিয়ে ৬০৮ কার্টন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. তসলিম নামের এক চোরাকারবারিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে ভোরে বেগমগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. তসলিম বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) খোকন চন্দ্র ঘোষ বৃহস্পতিবার তসলিমের বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় বিল্ডিংয়ের সিঁড়ির পাশের কক্ষ থেকে চোরাচালানকৃত ৬০৮ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক সাত লাখ টাকা।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আসামি তসলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরও বন্ধ হচ্ছে না অভিনব পন্থায় আনা সিগারেটের চোরাচালান। এতে সরকার প্রতিবছর কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।