খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে শহীদ ছানার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১৪ মার্চ শুক্রবার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ শহীদ ছানা কমপ্লেক্সে বেলতলী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ কালে তদানিন্তন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার দেওয়ানগঞ্জ থানার কৃতিসন্তান তদানিন্তন বুয়েটের মেধাবী শিক্ষার্থী আনোয়ারুল আজিম ছানা সর্ব প্রথম দেওয়ানগঞ্জ বেলতলী বাজার রেলক্রসিং স্থানে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। যার প্রেক্ষিতে পরবর্তীতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী আনোয়ারুল আজিম ছানাকে তার বাড়ী থেকে অন্যান্যদের সাথে গ্রেফতার করে নিয়ে যায় মৃত্যুপুরী নামে পরিচিত বাহাদুরাবাদ ঘাটে। সেখানে তার উপর এবং তার সাথে অন্যান্যদের উপর নির্মম নির্যাতন চালায় হানাদার বাহিনী। পরে মুমূর্ষু অবস্থায় তাদের ছেড়ে দেওয়া হলেও বলা যায় বিনা চিকিৎসায় শহীদ হোন আনোয়ারুল আজিম ছানা। সে সময় তাদের পরিবারকে নজর বন্দি করে রেখে ছিল হানাদার বাহিনী। যাতে ছানাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া না হয়। ধুকে ধুকে যেন মারা যায় সে। পবিত্র মাহে রমজানে রহমতের দিনে শহীদ ছানার আত্মার মাগফেরাত কামনায় আয়োজন করা হয়েছিল এক দোয়া মাহফিল ও আলোচনা সভা। দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মোঃ রঞ্জু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক রেজাউল হক রেজা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি, জাতীয় দৈনিক নয়াদিগন্ত ও ডেইলি নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাবেক কমিশনার সামছুল ইসলাম দোলা, সমাজসেবক খোকন, আলহাজ¦ মোঃ জাকির হোসেন, পৌর ছাত্রদল আহবায়ক বিপ্লব মন্ডল, শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আলামিন জিহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগণ মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ আনোয়ারুল আজিম ছানার জীবনের বিভিন্ন দিক নিয়ে এবং তার উপর হত্যা, নির্মমতা ও কিভাবে তার মৃত্যু হয়েছে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শহীদ ছানার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বাদেশশারিয়াবাড়ী গুজিমারী আজিম নগর মার্কাস জামে মসজিদের ইমাম মুফতি মোঃ এনামুল হক।
দেওয়ানগঞ্জে শহীদ ছানার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা
