স্টাফ রিপোর্টার : বকশিগঞ্জ উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচী ডিলারের বিরুদ্ধে প্রকৃত তথ্য গোপন করে ভূয়া কাগজপত্র প্রদান করে ডিলারশীপ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতি তদন্ত পরবর্তী প্রতিবেদন দেওয়ার নির্দেশ। গত ৪ মার্চ বকশিগঞ্জ উপজেলাধীন মেরুরচর ইউনিয়নের অন্তর্গত ঘুঘুরাকান্দি মোড় এলাকার জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর নতুন নিয়োগ প্রাপ্ত ডিলার মাহবুবুর রহমান লাভলুর বিরুদ্ধে জামালপুর জেলা প্রশাসক বরাবর এমন অভিযোগ করেছেন একই গ্রামের মোঃ মাহমুদুল ইসলাম। অভিযোগে উল্লেখ, গত ৩০/১/২০২৫ইং তারিখে মেরুরচর ইউনিয়নের ঘুঘুরাকান্দি মোড় এলাকার জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর অধীনে ডিলার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগকারীসহ মোট ১১জন আবেদন করেন। কিন্তু, নিয়োগদাতা বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সঠিক যাবে যাচাই বাছাই না করেই তড়িঘড়ি করে মাহবুবুর রহমান লাভলুকে নিয়োগ দেন। প্রকৃতপক্ষে লাভলুর কোনো খাদ্যবান্ধব ব্যবসা নাই। তার কোনো গুদামঘর নেই। সে অন্যের (শের আলীর সার ও কীটনাশকের দোকান দেখিয়েছে। যা তার নয়। এমতাবস্থায়, ভূয়া তথ্যাদি পরিবেশ করে, কারচুপির মাধ্যমে পাওয়া ডিলারশীপ বাতিল করে পূণরায় তদন্তের মাধ্যমে নতুন ডিলার নিয়োগের জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী অভিযোগকারী। জেলা প্রশাসক তার অভিযোগটি আমলে নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতি তদন্ত পরবর্তী প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এব্যাপারে অভিযোগকারী মোঃ মাহমুদুল ইসলাম বলেন, গত সপ্তাহে ফুড অফিসকে তদন্তের নির্দেশ দিলেও তারা এখনো কোনো উদ্যোগ নেননি। তদন্ত কাজে তারা গড়িমসি করছেন, বলেও দাবি তার।
বকশিগঞ্জে খাদ্যবান্ধব ডিলারের বিরুদ্ধে অভিযোগ
