মেষ্টায় ভিজিএফ চাউল বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে সরকারের দূর্যোগ মন্ত্রণালয়ের আওতায় ৬১১৪ জন কার্ডধারীদের জন্য ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয় সোমবার। চাউল বিতরণের উদ্বোধন করেন কেন্দুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার মোঃ জাকির হোসেন, কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মমিনুল ইসলাম খান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার আলী সহ ইউনিয়নের পরিষদের সকল সদস্যগণ। এ বিষয়ে কেন্দুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে সরকারের বিশেষ বরাদ্দ ভিজিএফের মাধ্যমে ইউনিয়নের ৬১১৪ জন কার্ডধারীদের জন্য ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। এতে করে উপকৃত হবে হতদরিদ্র অনেক পরিবার।