যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : অবৈধভাবে দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল এবং ঠুনকো অজুহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার যায়যায়দিনের জেলা ও উপজেলা প্রতিনিধিদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক ও দিনকালের প্রতিনিধি মুকুল রানা, দীপ্ত টিভি ও দেশরূপান্তরের তানভীর আহমেদ হীরা, এখন টিভির জুয়েল রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, দৈনিক জনতার এসকে সোহেল, মাই টিভির শামীম আলম, একুশে টিভি ও দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, বাংলা টিভির নূর মোহাম্মদ ফজলুল করিম কাওছার, দৈনিক যায়যায়দিনের মাদারগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক সবুজ দেশের রাশেদ মাহমুদ, ঢাকা পোস্টের মোত্তাছিম বিল্লাহ, আমাদের সময়ের আতিকুল ইসলাম রুকন, আজকের জামালপুরের হাফিজুর রহমান, দেশ টিভির রিয়াদ হাসান হৃদয় প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শফিক রেহমানের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় তেজগাঁয়ে অবস্থিত এইচআরসি গ্রুপের মালিকানাধীন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় এবং প্রেস দখল করে নেয়, যা গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে চরম হুমকি স্বরূপ। শফিক রেহমান শুধু যায়যায়দিনের প্রধান কার্যালয় দখলের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, পত্রিকার ডিক্লারেশন বাতিলের জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মিথ্যা অভিযোগও দায়ের করেন। তার সেই মিথ্যা এবং ঠুনকো অভিযোগের ভিত্তিতে পত্রিকার ডিক্লারেশন বাতিল করায় যায়যায়দিনের শত শত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী বেকার হয়ে পড়েছে। অথচ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যায়যায়দিন পত্রিকা বিজ্ঞাপনসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে এসেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, পত্রিকার ডিক্লারেশন বাতিলের মধ্যে দিয়ে শত শত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের সেই স্বপ্ন নতুন করে ভঙ্গ হয়েছে। তাই দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেবার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক যায়যায়দিনের জামালপুর জেলা প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন।