মাদারগঞ্জে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (200, 2); aec_lux: 276.2085; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 39;

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বালিজুড়ী ফাজিল মাদ্রাসা মাঠে রোববার বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জামায়াতের উপজেলা আমীর মাওঃ মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. ফরহাদ হোসেনের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতেরর জেলা সেক্রেটারী ও জেলা আইন জীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুল আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী এড. সুলতান মাহমুদ। অন্যান্যদের মধ্যে কবি ও সাহিত্যক আব্দুল আজিজ জামালীসহ বীর মুক্তিযুদ্ধা, বিএনপি, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, ও শিবিরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।