বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের ছাগল পেল চার ভিক্ষক!

জিএম ফাতিউল হাফিজ বাবু : ভিক্ষুকমুক্ত বকশীগঞ্জ উপজেলা গড়ার প্রত্যয়ে চার ভিক্ষককে ছাগল বিতরণ করেছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
গত রোববার ১৬ মার্চ বিকালে ” ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান “কর্মসূচীর আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর অংশ হিসেবে চার জন ভিক্ষুকের মাঝে আয়বর্ধক উপকরণ হিসেবে ছাগল ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা।ছাগল বিতরণকালে সহকারী সমাজসেবা কর্মকর্তা হাফেজ উদ্দিন সহ সমাজ সেবা দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় ইউএনও মো. মাসুদ রানা জানান, নিজের পায়ে দাঁড়াতে ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে ওই চারজনকে পুনর্বাসন করা হয়েছে। উপজেলা প্রশাসন চায় বকশীগঞ্জ উপজেলায় কোন ভিক্ষুক না থাকুক। তারা সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকুক। তাই তাদের নিয়ে আমরা কাজ করছি। উপজেলা প্রশাসনের ছাগল পেয়ে খুশি ভিক্ষুকরাও।