বুলবুল আহম্মেদ : শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় স্থানীয় ব্যক্তিবর্গ ও নেতাকর্মী নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে সাবেক ছাত্র ও যুবনেতা এসএম রোবায়েত হোসেন। গত রোববার ১৬ মার্চ নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বানেশ্বর্দী ইউনিয়নের কয়েক’শ সর্ব- সাধারণ অংশ নেন। বানেশ্বর্দী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি মো. শওকত হোসেন, বানেশ্বর্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আজিজ, বিএনপি নেতা একে আজাদ, জেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি জনতার চেয়ারম্যান মোবারক মাষ্টার, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি সাইদুল হক মাষ্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ মাসুম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মানিক প্রমুখ। এসময় এসএম রোবায়েত হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা এভাবে ইফতারের আয়োজন করতে পারিনি। ধর্মীয় সভা-সমাবেশেও বাধা দেওয়া হয়েছে। পতিত স্বৈরাচার মানুষের সবকিছু কেড়ে নিয়েছিল। আগামী দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন মাথা চাড়া না দিতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।
নকলার বানেশ্বর্দীতে এলাকাবাসী নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল
