ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে ইহসান প্রকল্পের সমাপনী সভা

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে ইহসান প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১৭ মার্চ উপজেলা হলরুমে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে ও সুইডিস সিডা’র এর আর্থিক সহযোগিতায় ইহসান প্রকল্পের সমাপনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। ইসলামিক রিলিফ বাংলাদেশে এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আতাউর রহমান আনছারীর সঞ্চালনায় উক্ত সমাপনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা এ.এল.এম. রেজুয়ান, ডিপিএইচই এর সহকারী প্রকৌশলী জনাব মোঃ কামরুজ্জামান, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রোমান হাসান, সাপধরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব শেখ মোঃ আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ। ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোঃ আতাউর রহমান আনছারী ইহসান প্রকল্পের অর্জনসহ ইসলামিক রিলিফ প্রকল্পের বিস্তারিত দিক তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলামিক রিলিফ ও ইহসান প্রকল্পের ভূয়শী প্রসংশা।