ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা গতকাল সোমবার রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, শেরপুর তিন আসনের সাবেক সংসদ বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন। নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুকনুজ্জামানের সার্বিক তত্তাবধানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, লুৎফর রহমান, আব্দুল মান্নান হিরা সহ উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধরা। এ সময় মাহমুদুল হক রুবেল বলেন দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও মানুষকে হয়রানি করলে সেটা আমার কাছের লোক হলেও তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন ৫ই আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার যে পতন আল্লাহর কৃপায় হয়েছে তা আমাদের ভাগ্যের ব্যাপার তাই সকল বিএনপির নেতাকর্মীদের এখন সাধারণ মানুষ ও নির্যাতিত পরিবারের পাশে থেকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ করার ও খালেদা জিয়া পরিবারের জন্যে দোয়া করার আহবান রাখেন। ইউনিয়ন থেকে ৪ হাজার নেতাকর্মীরা ইফতার মাহফিলে যোগদান করেন।
ঝিনাইগাতীতে বিএনপির ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
