নিজস্ব সংবাদদাতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জামালপুর শহরের তমালতলা পিলখানা সৈনিক সংস্থার নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর জেলা প্রাক্তণ সৈনিক যুব ও সমাজ কল্যাণ সমিতি। জামালপুর জেলা সৈনিক সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম চৌধুরী (ননী) সভাপতিত্বে ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আলহাজ্ব মোঃ মাহবুবুল হক মিলকী’র সঞ্চালনায় ইফতার মাহফিলের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনারারি ক্যাপ্টেন (অবঃ) মোঃ ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনারারি ক্যাপ্টেন (অবঃ) মোঃ মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির নেতা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আবুল হোসেন, ওয়ারেন্ট অফিসার এমদাদুল হক, সার্জেন্ট মোহাম্মদ হাফিজুর রহমান, সার্জেন্ট (অবঃ) এসডি ফারুকুজ্জামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) হুমায়ুন রশিদ, নায়েক (অবঃ) হারুন অর রশিদ, সরিষাবাড়ী উপজেলা সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান, মেলান্দহ উপজেলা সভাপতি সার্জেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার অন্যান্য অবসরপ্রাপ্ত সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে জামালপুরের সকল অবসরপ্রাপ্ত সৈনিক, তাদের পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামানায় দোয়া করা হয়।
জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
