খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের হাত থেকে ছাগল পেয়ে দারুন খুশি ভিক্ষুকরা। ১৭ মার্চ সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে ৮ ইউনিয়নের ৩০ জন ভিক্ষুককে এসব ছাগল বিতরণ করা হয়। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দেওয়ানগঞ্জ উপজেলার ৩০ জন ভিক্ষুকের মাঝে ৩টি করে ছাগল ও ছাগলের খাদ্য বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ছাগল বিতরণ উদ্বোধন করেন, প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ শফিউল আলম ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন সহ অন্যান্য। বিতরণকৃত ইউনিয়ন গুলো হচ্ছে, দেওয়ানগঞ্জ, চুকাইবাড়ী, চিকাজানী, বাহাদুরাবাদ, হাতীভাঙ্গা, পাররামরামপুর, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়ন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন এ সাংবাদিককে জানান, ৮ ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩০ জন ভিক্ষুকের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
দেওয়ানগঞ্জে ইউএনও’র হাত থেকে ছাগল পেয়ে দারুন খুশি ভিক্ষুকরা
