শেরপুর সংবাদদাতা : শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে শহরের শহীদ বুলবুল সড়ক এবং নয়ানি বাজারের ঘোষপট্টি এলাকায় ফ্যাশন হাউজ, জামা-কাপড়ের দোকান ও মিষ্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। গত রোববার দুপুরে শহরের মুন্সীবাজারে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। অভিযানে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণে পরিচ্ছন্নতার ঘাটতির কারণে ভ্রাম্যমাণ আদালতে মেসার্স নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডারকে দু’হাজার টাকা জরিমানা করা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন: ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের অভিযোগে ওই মিষ্টির দোকানের পরিচালক উত্তম ঘোষকে এ অর্থদ- অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এছাড়া মিষ্টি তৈরির কারখানা ও সংরক্ষণের স্থানের পরিবেশ উন্নয়নের নির্দেশনা প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে দোকানের পরিচালক উত্তম ঘোষ অর্থদ-ের দু’হাজার টাকা পরিশোধ করেন। এ দিন মনিটরিংকালে মাহবুব ফ্যাশন হাউজকে যথাযথভাবে ক্রয় ভাউচার সংরক্ষণ এবং ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য বা লাভের অসামঞ্জস্যতা লক্ষ্য করে ব্যবসায়ীকে সতর্ক করা হয়। শহরের পরিমল বস্ত্রালয়সহ আরও কয়েকটি কাপড় এবং মিষ্টির দোকান পরিদর্শন করে ক্রয় মূল্যের রসিদ ও বিক্রয় মূল্য যাচাই করা হয়। একইসাথে ভেজাল, নকল ও মানহীন পণ্য যাতে বিক্রি না করা হয় এবং যৌক্তিক মুনাফায় পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
শেরপুরে বাজার মনিটরিং অভিযান, সতর্ক-জরিমানা
