সরিষাবাড়ী এসোসিয়েশন অব জামালপুরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্যতা বজায় রেখে সরিষাবাড়ী এসোসিয়েশন অব জামালপুরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত ১৭ মার্চ রোববার ১৬ই রমজান এসোসিয়েশনের স্থানীয় সকাল বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরিষাবাড়ী এসোসিয়েশন অব জামালপুরের সভাপতি সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক সাবেক সমবায় কর্মকর্তা ফরিদুল হক, উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার নাজাত, জিলা স্কুলের সাবেক শিক্ষক রেজাউল হক, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ফজলুর রহমান মিঠু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সিয়াম সাধনার মাস মাহে রমজানের পবিত্রতা, সম্মান ও মর্যাদা রক্ষা এবং রোজা পালনের মাধ্যমে আত্মাকে সংশোধন করে আত্মসংযম, শালীনতা ও সদাচরণ প্রদর্শনের অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে এলাকার সার্বিক উন্নয়নে জামালপুর শহরস্থ সরিষাবাড়ীবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বক্তারা। উক্ত ইফতার মাহফিলে সরিষাবাড়ী এসোসিয়েশন অব জামালপুরের নেতৃবৃন্দসহ শহরের সুধীজন উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মোনাজাতে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধির পাশাপাশি জামালপুর জেলার ২ জননন্দিত জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম ও জননেতা এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের সুস্থতা ও নির্বাচনী সফলতা কামনা করা হয়।