ইসলামপুরে যমুনা চরের নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরের সাপধরী ইউনিয়নে দূর্গম যমুনা চরাঞ্চলের চেঙ্গানিয়া গ্রামের নিরীহ কৃষকদের উপর দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের মো: ওয়াহেদুজ্জামানের করা ষড়যন্ত্রমূলক মামলা ও এসআইয়ের ভূয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবীতে শুক্রবার বিকালে চেঙ্গানীয়া যমুনা চরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানাগেছে,ইসলামপুরের কাঠমা কৃষ্ণনগর মৌজার দূর্গম চরাঞ্চলের ফসলি ভূমির মালিকানা ও দখল নিয়ে স্থানীয় কাঠমা ও চেঙ্গানিয়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ ঘটনায় নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের ওয়াহেদুজ্জামান গত ২১ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলায় কাঠমা গ্রামের মো: লাঞ্জু, মো: অদু, মো: হাছান আলী, সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের আব্দুল হক বাক্কা, মো: হেকমত আলী, মো: লোকমান আলী ও মো: সৈয়দুজ্জামান সহ ১৯ জনসহ অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে কাঠমা কৃষ্ণনগর মৌজায় ৫০ একর পৈতৃক সম্পত্তি জবর দখলসহ ওই জমিতে তাদের চাষ করা অন্তত: ৩৬ লাখ ৭৬ হাজার ৪শ টাকা মুল্যের মরিচ, পিঁয়াজ, বাদাম ও মাস কালাইসহ বিভিন্ন ফসল জোরপূর্বক তুলে নেওয়ার কথা উল্লেখ করা হয়।
চরাঞ্চলের নিরীহ কৃষকদের নিজ বসতভিটা ও তাদের জন্মভূমি থেকে বিতারিত করতে ষড়যন্ত্রমূলক মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও সাজানো নাটক বলে দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে চেঙ্গানিয়া গ্রামের নিরীহ কৃষক ও এলাকাবাসী।
নিরীহ কৃষক হেকমত প্রামানিক,লোকমান আলী ও মো: সৈয়দুজ্জামান বলেন- মামলাটির তদন্তকারী কর্মকর্তা ইসলামপুর থানার এস আই মো: আব্দুল হাই কোন প্রকার সুষ্ঠু তদন্ত ছাড়াই আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। মূলত পৈতৃক ভিটামাটি থেকে উচ্ছেদ করার উদ্যেশ্যে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ সময় এলাকাবাসী মামলাটি পূণরায় তদন্ত ও সঠিকতা যাচাই করে সঠিক প্রতিবেদনের দাবী জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।