ইসলামপুরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

ইসলামপুর সংবাদদাতা : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ৭এপ্রিল দুপুরে হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি ধর্মকুড়া মডেল মসজিদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে থানামোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক,মুফতি ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা গাজায় গনহত্যার প্রতিবাদে ইসরাইল, আমেরিকা, জাতিসংঘ কে দায়ী করে সকলকে ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানান। এতে বিভিন্ন ইসলাম পন্থী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।