নিজস্ব সংবাদদাতা ; জামালপুরে ৩৩ শতাংশ জমি জোর দখল করে সেই জমিতে জোরপূর্বক স্থাপনা তোলার অভিযোগ উঠেছে। পৌর শহরের যোগীরঘোপা এলাকায় মাটি ফেলে জমি দখলের পর এই জমিতে আদালতের মৌখিক নির্দেশ উপেক্ষা করে স্থাপনা তোলার এই ঘটনা ঘটে। জামালপুর শহরের ইকবালপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে শাহাদাৎ হোসেন জানান, তার দাদি ফতেমন নেছা বিবি রশিদপুর মৌজার বিআরএস ৭৮১ নং দাগে যোগীরঘোপা এলাকায় ৫৫ শতক জায়গা ১৯৯৭ সালের ৫ আগস্ট তার বাবা আবু তাহেরকে লিখে দেন। এরপর আবু তাহের তার নিজের নামে জমি খারিজ করেন। এই ৫৫ শতাংশ জমি তারা নিদিষ্ট চৌহদ্দি করিয়া তাহা হতে মো. ইব্রাহিম খলিল গং দের নিকট ১৬ শতাংশ জমি ও শায়লা পারভীন মুন্নীর নিকট ৬ শতাংশ জমি বিক্রি করে অবশিষ্ট জমি নিদিষ্ট চৌহদ্দি করে তার পরিবার ভোগদখল করে আসছে। পরবর্তীতে তার বাবা মারা গেলে উত্তরাধিকার সূত্রে যোগীরঘোপা এলাকায় ৩৩ শতক জায়গার মলিকানা অর্জন করেন শাহাদাৎ হোসেন। কিন্তু একই এলাকার মৃত ফজলুল হক ফজলের তিন ছেলে শাহাদাৎ হোসেনের ফুফাতো ভাই আশরাফ আলী, ফরহাদ, শেখ ফরিদ ওই একই জমি তাদের নামে ভূয়া খারিজ করে জমি জবর দখলের চেষ্টা করেন। পরবর্তীতে শাহাদাৎ হোসেন বাদি হয়ে জামালপুর জেলা প্রথম সি-ি নয়র সহকারী জজ আদালতে ৫৫২/২০২৪ বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ আদেশ করান। কারণ দর্শানোর আদেশ থাকার পরও এবং আদালতের মৌখিক নির্দেশ রয়েছে যেন কেউ ঐ জমিতে কোন স্থাপনা না তুলে কিন্তু বিবাদীরা জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে জমিতে মাটি ফেলে ভরাট করেন এবং জমিতে বাউন্ডারি ওয়াল ও টিন দিয়ে ছাপড়া ঘর তুলেন। এছাড়াও গত ১৭ অক্টোবর শাহাদাৎ হোসেন ভূয়া নামজারি জমা খারিজ বাতিলের জন্য জামালপুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি মিস মোকদ্দমা দায়ের করেন। এরপর থেকে ওই জমি জোরপূর্বক দখলের পায়তারা ও বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে তার ফুফাতো ভাইয়েরা। এ ব্যাপারে গত ২২ অক্টোবর জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন শাহাদাৎ হোসেন। কিন্তু তার ফুফাতো ভাইয়েরা মামলা মোকাবেলা না করেই ওই জমিতে মাটি ফেলে দখল শুরু করে। শাহাদাৎ হোসেন আরও জানান, স্থানীয় কিছু ভূমিদস্যু ও প্রভাবশালীদের একটি সিন্ডিকেট আমার জমি জোরপূর্বক জবর-দখল করছে। শাহাদাৎ হোসেনের ফুফাতো ভাই আশরাফ আলী জানান, জমিটি আমার নানীর, সে হিসেবে এই জমিতে আমারও অংশ রয়েছে। আমি আমার জমিতে মাটি ভরাট করছি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ঃ
জামালপুর জমিতে জোরপূর্বক স্থাপনা তোলার অভিযোগ
